এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায়
এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায়আপনি কি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায় সম্পর্কে জানতে চান? আপনার হাতে কি আর সময় নেই? আপনি যদি সহজে আপনার সিলেবাস শেষ করে ভালো একটা পরীক্ষা দিতে চান তাহলে ঠিক জায়গাতেই এসেছেন।
আমাদের এই পোস্টে আমরা আপনাকে একটা বিশেষ পরিকল্পনা দিব যার মাধ্যমে আপনি এসএসসি তে একটি চমৎকার রেজাল্ট করতে পারবেন। পোস্ট সূচিপত্রঃ এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায় নিয়ে বিস্তারিত সবকিছু
- এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায়
- পরীক্ষার দিনে কী কী করা উচিত
- কি করলে পরীক্ষা ভালো হবে
- পরীক্ষার আগের রাতে কি করতে হবে
- একটানা কতক্ষণ পড়া উচিত
- প্রশ্ন ও উত্তর ভালো করে মনে রাখা
- প্রতিদিন পড়াশোনার রুটিন
- মন থেকে চাপ কমিয়ে পড়ার উপায়
- পরীক্ষার আগে রিভিশন করার কৌশল
- পরীক্ষায় যাওয়ার আগে যা যা করা দরকার
- পরিশেষে আমার মতামত
এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায়
- পড়ার জন্য সময় ঠিক করোঃ প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসলে মনোযোগ বাড়ে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে পড়া খুব ফলদায়ক। সেই সময়টা একদম নিরিবিলি থাকে।
- সকালে এক ঘন্টা গণিত অনুশীলন করো।
- দুপুরে বাংলা ও ইংরেজি পড়ো, কারণ এগুলো বুঝে পড়তে হয়।
- রাতে অল্প করে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান রিভিশন দাও।
- লক্ষ্য ঠিক করো, তারপর এগিয়ে চলোঃ কোন সাবজেক্টে কত নম্বর পেতে চাও, সেটা আগে থেকে ঠিক করে ফেলো। তাহলে পরিকল্পনা করাও সহজ হয়।
- লক্ষ্যে পৌঁছাতে হলে ছোট ছোট টার্গেট তৈরি করো।
- প্রতিদিন ২টি অধ্যায় শেষ করলেই দেখবে সপ্তাহ শেষে অনেক কিছু পড়ে ফেলেছো।
- লেখার অনুশীলন করো নিয়মিতঃ শুধু মুখে মুখে না, হাতে কলমে লেখার অভ্যাস গড়ে তুলো। পরীক্ষায় ভালো লেখার জন্য এটা জরুরি।
- সপ্তাহে অন্তত ২টা করে মডেল টেস্ট দাও।
- নিজের ভুলগুলো খুঁজে বের করো এবং ঠিক করো।
- মনোবল ধরে রাখোঃ অনেক সময় ভয় লাগবে, মনে হবে পারবে না। কিন্তু বিশ্বাস রাখো নিজের ওপর।
- আগেও তো ছোট পরীক্ষায় ভালো করেছো, এখনো পারবে।
- কেউ যদি তোমাকে কটাক্ষ করে, মনে রাখবে, সাফল্যই সেরা উত্তর।
পরীক্ষার দিনে কী কী করা উচিত
- সকালে সময়মতো ঘুম থেকে উঠো।
- হালকা কিন্তু পুষ্টিকর নাস্তা খাও।
- পরীক্ষার সব সরঞ্জাম আগের রাতে ব্যাগে গুছিয়ে রাখো।
- ঘর থেকে বের হওয়ার আগে প্রশ্ন বা বই নিয়ে অস্থির হয়ো না।
- কেন্দ্রে পৌঁছাও অন্তত এক ঘণ্টা আগে।
- সিটে বসে চোখ বন্ধ করে শান্ত হও, দোয়া বা প্রার্থনা করো।
কি করলে পরীক্ষা ভালো হবে
- প্রশ্ন হাতে পেয়ে প্রথম ৫ মিনিটে সব প্রশ্ন একবার দেখে নাও।
- যেগুলো পারো, আগে সেগুলোই লিখে ফেলো।
- প্রতিটি উত্তরে নম্বর অনুযায়ী পয়েন্ট করো।
- লিখতে লিখতে হাতের লেখা পরিষ্কার রাখো।
- সময় বাঁচাতে অপ্রয়োজনীয় কিছু লেখো না।
- শেষে ১০ মিনিট সময় রেখে উত্তরগুলো একবার দেখে নিও।
পরীক্ষার আগের রাতে কি করতে হবে
- বইপত্র একদম নতুন করে পড়া শুরু করা উচিৎ না।
- শুধু আগে পড়া জিনিসগুলো রিভিশন দিতে হবে।
- সব প্রশ্ন পড়তে হবে এমন নয়, গুরুত্বপূর্ণগুলো ঝালিয়ে নেওয়া ভালো।
- পরীক্ষার জন্য পোশাক ও সরঞ্জাম গুছিয়ে রাখা উচিৎ।
- রাত ১০টার মধ্যেই ঘুমাতে যাওয়া ভালো।
- মনে রাখতে হবে, ঘুম ঠিক না হলে পরীক্ষার দিন মাথা ঠিকমতো কাজ করবে না।
একটানা কতক্ষণ পড়া উচিত
- একটানা ৪৫ থেকে ৫০ মিনিট পড়া সবচেয়ে কার্যকর।
- এরপর ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নাও।
- দিনে তিন বা চারটা সেশন হলে যথেষ্ট।
- একটানা ঘন্টার পর ঘন্টা বসে থাকলে মাথা ক্লান্ত হয়ে যায়।
- বিশ্রামের সময় হালকা হেঁটে নাও বা চোখ বন্ধ করে বিশ্রাম করো।
প্রশ্ন ও উত্তর ভালো করে মনে রাখা
- প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝে নাও।
- এরপর নিজের ভাষায় উত্তর বলার চেষ্টা করো।
- রঙিন কলম দিয়ে মূল পয়েন্ট চিহ্নিত করো।
- গল্পের মতো করে মনে রাখলে সহজ হয়।
- অনুশীলনের জন্য বন্ধুদের সঙ্গে প্রশ্নোত্তর খেলাও খেলতে পারো।
প্রতিদিন পড়াশোনার রুটিন
- সকালে ঘুম থেকে উঠে অল্প সময় পড়ো।
- দুপুরে একটু বিশ্রাম নিয়ে ১-২ ঘণ্টা পড়ো।
- বিকেলে হালকা রিভিশন দাও বা অংক প্র্যাকটিস করো।
- রাতের পড়া হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে।
- প্রতি সপ্তাহে ১ দিন পরীক্ষার মতো প্র্যাকটিস করো।
মন থেকে চাপ কমিয়ে পড়ার উপায়
তাই পরীক্ষার আগে মন থেকে চাপ কমানো দরকার। পরীক্ষার হলে বসে যদি উল্টাপাল্টা চিন্তা করি তাহলে কি প্রশ্ন বা খাতায় মন থাকবে? আমাদের উচিৎ সব চিন্তা মাথা থেকে ফেলে দেওয়া। তাহলে মনে ভয় কমবে আর পরীক্ষাও অনেক ভালো হবে এবং একটা সেরা রেজাল্ট পাওয়া যাবে।পরীক্ষার আগে রিভিশন করার কৌশল
পরীক্ষায় যাওয়ার আগে যা যা করা দরকার
পরীক্ষায় যাওয়ার আগে পরীক্ষার জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া উচিৎ। কারণ পরীক্ষার আগে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের মাথা তখন গরম থাকলে বা তাড়াহুড়া তে থাকলে সব উল্টাপাল্টা লাগবে। আমাদের এই সময় সকালে উঠে দশ মিনিট ধ্যান করে মাথা ঠান্ডা রাখতে হবে। তারফর পুষ্টিকর ফল খেলে ভালো হবে। কোন জিনিসগুলো পরীক্ষাতে লাগবে তা গুছাতে হবে। এরপর পরীক্ষাতে ঠান্ডা মাথায় যেতে হবে। এভাবে আমরা ঠান্ডা মাথায় ভালো পরীক্ষা দিতে পারব।
পরিশেষে আমার মতামত
আপনি যদি এসএসসি পরীক্ষা দিতে যান তাহলে আপনাকে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের উপায় সম্পর্কে জানতে হবে। আমাদের এই পোস্টে আমরা আপনার সাথে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে কথা বলেছি। যাতে আপনার বুঝতে সহজ হয়। এবং আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হয়। জীবনের দশ বছরের পরিশ্রম এই পরীক্ষা। আপনি সারাজীবন ভালো করলেন কিন্তু এই পরীক্ষা খারাপ তাহলে আপনার মূল্য থাকবে না। তাই আমার মতে আপনার এই পরীক্ষার জন্য পরিশ্রম করা দরকার। [250412]

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url