আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে

আর্টস ভালো নাকি কমার্স ভালো হবেআপনি কি জানতে চান যে আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে? আপনি কোন বিষয়ে পড়বেন, সেটা নির্ভর করে আপনার আগ্রহ ও ভবিষ্যতের লক্ষ্য কী তার উপর। আপনি কোন বিষয়ে দক্ষ হতে পারবেন তার উপর নির্ভর করে এটি।

আর্টস-ভালো-নাকি-কমার্স-ভালো-হবেএই পোস্টে আমরা জানব কোন বিষয়ে কী ধরনের চাকরির সুযোগ রয়েছে এবং আপনার দক্ষতা অনুযায়ী কোনটা বেছে নেওয়া ভালো হবে। 

পোস্ট সূচিপত্রঃ আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে এ নিয়ে বিস্তারিত সবকিছু 

আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে

আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে এই প্রশ্নটি অনেক ছাত্রছাত্রীর মনে তৈরি হয়। বিশেষ করে যখন মাধ‍্যমিক পর্যায়ে উঠে। এই সিদ্ধান্তটি নেওয়ার আগে ভবিষ্যতের চাকরি, পড়াশোনার সুযোগ এবং নিজের আগ্রহ সবকিছু মিলিয়ে তারপর বিষয় বেছে নেওয়া উচিৎ। কারণ এর উপরে নির্ভর করে আমরা ভবিষ্যতে কি হবো। 

আরও পড়ুনঃ ম্যাচিউরিটি কাকে বলে - ম্যাচিউরিটির ২২ লক্ষণ

প্রথমে বলি আর্টস বিভাগ নিয়ে। যারা লেখালেখি, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা দর্শন নিয়ে আগ্রহী, তাদের জন্য আর্টস একটি ভালো পথ হতে পারে। এই বিভাগে পড়ে শিক্ষকতা, আইনজীবী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা বা গবেষক হওয়া যায়। আপনি যদি অংকে হালকা দুর্বল থাকেন, তাহলে আর্টস আপনার জন‍্য সহজ হতে পারে।

এবার আসি কমার্স বিভাগ নিয়ে। যদি আপনি ভবিষ্যতে ব্যাংক, হিসাবরক্ষণ, ব্যবসা প্রশাসন বা উদ্যোক্তা হতে চান, তাহলে কমার্স বিভাগ আপনার জন্য উপযুক্ত। এখানে পড়ানো হয় হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসায়নীতি। যারা বাস্তব জীবনের লেনদেন ও হিসাবপত্র নিয়ে আগ্রহী, তাদের জন্য এটি সঠিক হতে পারে।

চাকরির দিক দিয়ে কমার্সে সরকারি ও বেসরকারি খাতে বেশ কিছু সুযোগ রয়েছে। তবে আর্টস থেকেও বিসিএস, শিক্ষকতা, এনজিও বা মিডিয়া খাতে চাকরি পাওয়া যায়। অর্থাৎ, আপনি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করেনতাহলে দুই বিভাগ থেকেই ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। সবশেষে প্রশ্ন আসতে পারে আর্টস না কমার্স কোনটা সেরা হবে? এটার নির্ভর করে আপনি কী ভালোবাসেন এবং ভবিষ্যতে কী হতে চান। এ নিয়ে এই পোস্টে বিস্তারিত জানব।

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায় এই প্রশ্ন অনেকের মনে আসে। আপনি যখন আপনার ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু করবেন তখন আপনার এই চিন্তা বেশি আসতে পারে। আপনার শিক্ষা জীবনে আপনি কি নিয়ে পড়াশোনা করবেন তার উপর নির্ভর করবে আপনি কি হতে পারবেন। কমর্স নিলে যা যা হওয়া যায় তা নিচে দেওয়া হলোঃ

  • ব্যাংকার, হিসাবরক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া যায়।
  • বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স ইত্যাদির ভালো সুযোগ তৈরি হয়।
  • সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিস্তৃত ক্ষেত্র রয়েছে।
  • ব্যবসা পরিচালনার জন্য উপযুক্ত জ্ঞান গড়ে ওঠে।
  • উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলে কমার্স খুবই কার্যকর।

আপনার জন‍্য আর্টস নাকি কমার্স ভালো সবটাই আপনার নির্ভর করে আপনি কি হতে চান। আপনি যদি উপরের পদ গুলোতে চাকরি করতে চান তাহলে আপনার জন‍্য কমার্স ভালো হতে পারে। আর না করতে চাইলে আর্টস নিতে পারেন

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়

আপনি জীবনে বড় কোনো চাকরি করতে চাইলে আপনাকে পড়াশোনা করতে হবে। আর আপনার পড়াশোনার ধরনের উপর নির্ভর করবে যে আপনি কি হতে পারবেন। এমন একটি বিষয় হচ্চে আর্টস। আর্টস নিয়ে পড়লে কি হওয়া যা তা নিচে দেওয়া হলোঃ

  • শিক্ষকতা, সাংবাদিকতা বা প্রশাসনিক চাকরি পাওয়ার সুযোগ থাকে।
  • সরকারি চাকরির প্রস্তুতির জন্য আর্টস খুবই সহায়ক।
  • গবেষণার ক্ষেত্রে ভালো সম্ভাবনা তৈরি হয়।
  • সাহিত্য, সংস্কৃতি, দর্শন চর্চার জন্য এই বিষয় উপযুক্ত।
  • আইন পড়তে চাইলে এর ভিত্তি হিসেবে কাজ করে।

আপনি যদি আমাদের দেখানো চাকরি গুলো করতে চান তাহল আর্টস আপনার জন‍্য সবচেয়ে সেরা। আপনি যদি সহজে পড়া শোনা করে ভালো কিছু করতে চান তাহলে আর্টস আপনার জন‍্য সেরা হবে। তাই আপনি ভবিষ্যত বিবেচনা করে আর্টস নিতে পারেন। 

আর্টস পড়ার সুবিধা

আর্টস পড়ার সুবিধা অনেক রয়েছে। বিশেষ করে যারা চিন্তাশীল বা যাদের কল্পনাশক্তি বেশি এবং সমাজ নিয়ে ভাবে, তাদের জন্য এটি সেরা একটি সাবজেক্ট। আপনি যদি সহজে পড়া শোনা করতে চান তাহলে আর্টস আপনার জন‍্য সেরা একটি বিষয় হতে পারে। 

  • লেখালেখি, গবেষণা, সমাজসেবা এসব ক্ষেত্রে সহজেই এগিয়ে যাওয়া যায়।
  • কম প্রতিযোগিতার কারণে চাপ কম থাকে।
  • যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য বিস্তৃত পড়ার সুযোগ মেলে।
  • আর্টসের বিষয়গুলো মানুষকে মানবিক করে তোলে।
  • পড়ালেখার খরচ তুলনামূলকভাবে কম।

আপনার জন‍্য আর্টস ভালো হবে নাকি কমার্স এই সবটাই আপনার ভবিষ্যতের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি কীভাবে পড়াশোনা করে কি হতে চান তারপরে। আপনি যদি আমাদের দেখানো সুযোগ সুবিধা গুলো পেতে চান তাহলে আপনার আর্টস নেওয়া উচিৎ। 

কমার্স পড়ার সুবিধা

কমার্স পড়ার সুবিধা অনেক বেশি। বিশেষ করে যারা অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ব্যবসা নিয়ে আগ্রহী তাদের হিসাব নিকাশের জন‍্য কমার্স অনেক ভালো হতে পারে। কমার্স পড়ার কিছু নির্দিষ্ট সুবিধা রয়েছে। নিচে কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করা হলোঃ

আর্টস-ভালো-নাকি-কমার্স-ভালো-হবে
  • ব্যাংক, বীমা ও কর্পোরেট দুনিয়ায় কাজ করার সুযোগ বেশি।
  • অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স–এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য খুব চাহিদাসম্পন্ন।
  • নিজের ব্যবসা শুরু করতে চাইলে বেসিক জ্ঞান তৈরি হয়।
  • বিভিন্ন প্রফেশনাল কোর্স (CA, ACCA, CMA) সহজে করা যায়।
  • বেসরকারি কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি হয়।

এ সকল তথ‍্য বিবেচনা করে অনেকেই কমার্স বেছে নেয়। কমার্স মূলত হিসাব নিকাশ করার জন‍্য ভালো। আপনি যদি হিসাব নিকাশে দক্ষ হন তাহলে কমার্স আপনার জন‍্য সেরা একটি বিষয়। সাধারণ অংকতেও ভালো হলে আপনি কমার্স বেছে নিতে পারেন। 

আর্টস এবং কমার্সের ভবিষ্যৎ ক্যারিয়ার

আর্টস এবং কমার্সের ভবিষ্যৎ ক্যারিয়ার উভয়ই উজ্জ্বল হবে। আপনার দক্ষতা ও পছন্দ অনুযায়ী আপনি একটি সাবজেক্ট বেছে নিবেন। আপনি এর উপর পড়াশোনা করে নির্দিষ্ট একটি চাকরি করতে পারবেন। আপনি উভয় দিক থেকেই ভালো ভালো চাকরি পেতে পারেন। যেমনঃ

আরও পড়ুনঃ দুশ্চিন্তা দূর করার কার্যকরী ২০ উপায় - দুশ্চিন্তা থেকে মুক্তির ঔষধ

  • আর্টসঃ শিক্ষকতা, প্রশাসনিক চাকরি (BCS), সাংবাদিকতা, এনজিও ইত্যাদি।
  • কমার্সঃ কর্পোরেট চাকরি, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, উদ্যোক্তা হওয়া।
  • আর্টসঃ সমাজ-মানসিকতা বোঝার দক্ষতা বাড়ায়।
  • কমার্সঃ প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত।

তাই আপনার ভবিষ্যৎ নির্ভর করে যে আপনি কোন দিক দিয়ে আগ্রহী তার উপর। আপনার পছন্দ মতো একটা সাবজেক্ট বেছে নেন এবং মন দিয়ে পড়াশোনা করুন তাহলে আপনার ভবিষ্যত উজ্জ্বল হবে। আপনি ভালো ভালো চাকরি পেতে পারবেন। 

কোন বিভাগে বেশি চাকরির সুযোগ

কোন বিভাগে বেশি চাকরির সুযোগ রয়েছে এই প্রশ্নটি অনেক শিক্ষার্থী করে থাকে। দেশের হিসাব নিকাশ বা ব‍্যাংকের চাকরির জন‍্য কমার্স সেরা একটি সাবজেক্ট। তবে আর্টস দিয়েও ভালো সরকারি চাকরি পাওয়া যায়। নিচে এর উপর ভিত্তি করে একটি তালিকা দেওয়া হলোঃ 

  • কমার্সঃ ব্যাংক, কর্পোরেট অফিস, ফিন্যান্স ফার্ম, প্রাইভেট কোম্পানি।
  • আর্টসঃ BCS, শিক্ষকতা, প্রশাসনিক চাকরি, আইনজীবী।
  • কমার্সঃ বাজার চাহিদা অনুযায়ী নতুন নতুন পেশার সৃষ্টি।
  • আর্টসঃ সমাজকর্ম, গবেষণা ও সাংবাদিকতায় অগ্রাধিকার।
  • কমার্সঃ বিদেশে পড়াশোনা ও কাজের সুযোগ বেশি।

সবশেষে, যদি প্রশ্ন আসে আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে, তাহলে বলা যায় নিজের আগ্রহ অনুযায়ী আপনি যেটা বেছে নেবেন সেটাই আপনার জীবনে একদিন সফলতার পথ হয়ে দাড়াবে। আপনার প্রয়োজন মনোযোগ দিয়ে একটি সাবজেক্ট পড়া। তাহলেই সফলতা পাবেন। 

আর্টস ও কমার্সে উচ্চশিক্ষার পথ

আর্টস ও কমার্সে উচ্চশিক্ষার পথ দুটিরই বিস্তৃত সুযোগ রয়েছে। আপনি যেই সাবজেক্টই বেছে নিন আপনি উচ্চশিক্ষার সুবিধা পেতে পারবেন। আপনার ভবিষ্যতেএর ক‍্যারিয়ার গঠনে দুটি সাবজেক্টই সেরা। আপনি যেই সাবজেক্টের উপর মন চায় উচ্চশিক্ষা নিতে পারবেন। যেমনঃ 

  • আর্টস বিভাগে উচ্চশিক্ষা করা যায় ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, বাংলা, দর্শন ইত্যাদিতে।
  • কমার্স বিভাগে রয়েছে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্সে অনার্স করার সুযোগ।
  • আর্টস বিভাগে উচ্চশিক্ষার পরে শিক্ষকতা, গবেষণা, BCS ইত্যাদি ক্ষেত্রে ক্যারিয়ার গড়া যায়।
  • কমার্স থেকে MBA, CA বা ব্যাংকিং সেক্টরে ভালো চাকরির সুযোগ তৈরি হয়।
  • উচ্চশিক্ষার জন্য উভয় বিভাগেই দেশের পাশাপাশি বিদেশেও অনেক সুযোগ আছে।

এ থেকে আমরা বলতে পারব আপনি যেকোনো সাবজেক্টের উপরেই উচ্চ শিক্ষা নিতে পারবেন। আপনার কোনো ধরনের বাধা থাকবে না। উচ্চ শিক্ষা গ্রহণ করতে আর্টস ও কমার্স দুইটিই সেরা সাবজেক্ট। তাই আপনি নিশ্চিন্তে যেকোনো সাবজেক্ট বেছে নিতে পারবেন। 

নিজের আগ্রহ অনুযায়ী সঠিক বিভাগ কোনটি

আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে এই সবটাই নির্ভর করে আপনার আগ্রহের উপরে। আপনার উচিৎ আপনার আগ্রহ বিবেচনা করে সাবজেক্ট বেছে নেওয়া। আপনি কোন পথে ভালো চাকরি পেতে চান এর উপর নির্ভর করে আপনার উচিৎ সাবজেক্ট বেছে নেওয়া। যেমনঃ 

  • আপনি যদি সাহিত্য, ইতিহাস বা সমাজ নিয়ে ভাবতে পছন্দ করেন, তাহলে আর্টস আপনার জন্য উপযুক্ত।
  • আপনি যদি হিসাব, ব্যবসা, টাকাপয়সা ও ম্যানেজমেন্টে আগ্রহী হন, তবে কমার্স ভালো হবে।
  • নিজের দক্ষতা ও স্বপ্নের সাথে মিল রেখে বিভাগ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
  • আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বিভাগেই সফলতা সম্ভব।
  • অন্যের মতের চেয়ে নিজের চিন্তাভাবনাই বেশি গুরুত্ব পাওয়া উচিত।

আপনি যদি যেকোনো একটা সাবজেক্ট আপনার পছন্দ মতো বেছে নিয়ে এর উপর মনোযোগ দিয়া পড়াশোনা করেন তাহলে ভবিষ্যতে আপনি ভালো চাকরি পেতে পারবেন। এই নিয়ে আমাদের পোস্টে আমরা সবকিছু বিস্তারিত জেনেছি। আপনার উচিৎ আপনার আগ্রহকে গুরুত্ব দেওয়া। 

আর্টস ও কমার্সের পার্থক্য

আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে বা এদের মাঝে পার্থক্যটা কি? প্রশ্ন আসে তাই না? এই দুইটি ভিন্ন ভিন্ন পথ। এরদের পথ দুইটি দুই দিকে যায়। তাই আপনি কি হবেন এবং আপনার আগ্রহের উপর নির্ভর করে একটি সাবজেক্ট বেছে নিবেন। আর্টস ও কমার্সের মধ‍্যে পার্থক্য হলোঃ

আর্টস-ভালো-নাকি-কমার্স-ভালো-হবে
  • আর্টস বিভাগে মানবিক চিন্তা, বিশ্লেষণধর্মী লেখালেখি ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
  • কমার্স বিভাগে ব্যবসায়িক চিন্তা, হিসাব, অর্থনৈতিক বিশ্লেষণ ও প্র্যাকটিক্যাল জ্ঞানের ওপর জোর দেওয়া হয়।
  • আর্টস শিক্ষায় সমাজ ও সংস্কৃতি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা যায়।
  • কমার্স শিক্ষায় বাস্তব জীবনের অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা গড়ে ওঠে।
  • আর্টসে সাধারণত সাহিত্য ও সমাজবিজ্ঞানভিত্তিক পেশা তৈরি হয়, আর কমার্সে কর্পোরেট বা ব্যাংকিং ক্যারিয়ার গড়ে ওঠে।

পরিশেষে আমার মতামত 

আমার মতে, আর্টস ভালো নাকি কমার্স ভালো হবে এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলব আপনার মনকে আপনি প্রশ্ন করুন যে আপনি কোন বিষয়ের চাপ নিতে পারবেন। আপনার পছন্দ কোন বিষয় বা আপনি ভবিষ্যতে কি হতে চান এর উপরে নির্ভর করবে কোনটি ভালো। তবে আমাদের এই পোস্টে আমরা প্রতিটি বিষয় কেমন বা ভবিষ্যতে কি হওয়া যায় তা সম্পর্কে দিয়েছি। আপনি কি হবেন বা এর সুবিধা দেখে বুঝতে পারবেন কোনটি ভালো। [250412]





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url