সাইন্স ভালো না আর্টস ভালো

সাইন্স ভালো না আর্টস ভালোসাইন্স ভালো না আর্টস ভালো? আপনি কি জানতে চান কোনটি আপনার ভবিষ্যতের জন্য সেরা? আমরা কোন ক‍্যারিয়ারের দিকে আমাদের জীবনকে নিব তা এই সাবজেক্টের উপর নির্ভর করে। যেমন সাবজেক্ট পছন্দ করবো ভবিষ্যতে তেমনি চাকরি পাব।

সাইন্স-ভালো-না-আর্টস-ভালোএই পোস্টে আমরা জানবো কোন সাবজেক্টে চাকরির সুযোগ বেশি এবং ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা কোথায় বেশি আছে? 

পোস্ট সূচিপত্রঃ সাইন্স ভালো না আর্টস ভালো তা নিয়ে বিস্তারিত সবকিছু 

সাইন্স ভালো না আর্টস ভালো

সাইন্স ভালো না আর্টস ভালো এই প্রশ্নটি অনেক শিক্ষার্থীর মনেই আসে। আপনি যদি এখন সিদ্ধান্ত নিতে চান কোন বিভাগটি আপনার জন্য সঠিক হবে তাহলে আপনার কিছু তথ‍্য সম্পর্কে জানা দরকার। প্রথমেই বুঝে নেওয়া দরকার যে সাইন্স ও আর্টস কোনটি ভালো এটি নির্ভর করে আপনি ভবিষ্যতে কী হতে চান। 

সাইন্সে ভালো করলে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হতে পারেন। আর আর্টসে ভালো করলে আপনি শিক্ষক, সাংবাদিক, আইনজীবী বা সরকারি কর্মকর্তা হতে পারেন। প্রতিটি সাবজেক্টের আলাদা সুবিধা আছে। চলুন সহজভাবে দেখি কোন বিভাগে কী সুবিধা আছে:
  • বিজ্ঞান বিভাগের সুবিধাঃ
    • ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিনির্ভর পেশায় যাওয়ার সুযোগ বেশি।
    • মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির সুবিধা।
    • গবেষণা ও নতুন কিছু শেখার সুযোগ অনেক।
  • মানবিক বিভাগের সুবিধাঃ
    • ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি বিষয় পড়ার সুযোগ।
    • সাংবাদিকতা, প্রশাসন বা শিক্ষা ক্ষেত্রে যাওয়ার পথ সহজ।
    • মুখস্থ করার ওপর নির্ভরতা বেশি, গাণিতিক চাপ কম।
  • কোন বিভাগ বেছে নেওয়া ভালো হবেঃ
    • যদি আপনার অঙ্ক, বিজ্ঞান ও গবেষণায় আগ্রহ থাকে, তবে সাইন্স ভালো হবে।
    • যদি আপনি সমাজ, ইতিহাস, সাহিত্য নিয়ে ভাবতে ভালোবাসেন, তবে আর্টস নেওয়া ভালো হবে।
সবশেষে বলতেই হয় যে, আপনার আগ্রহ ও দক্ষতার উপর নির্ভর করবে যে আপনি কোন সাবজেক্ট বেছে নিবেন। আপনার দক্ষতা অনুযায়ী আপনার সাবজেক্ট বেছে নেওয়া উচিৎ। আমাদের এই পোস্টে আমরা বিস্তারিত জানব যে আপনার কোন বিষয়টি বেছে নিলে ভালো হবে। 

সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়

সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায় এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আগে বুঝে নিতে হবে সাইন্স বিভাগে কী কী সুযোগ আছে। এই বিভাগে সাধারণত পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও অঙ্ক থাকে। এই বিষয়গুলো পড়ে আপনি ভবিষ্যতে যেসব পেশায় যেতে পারবেনঃ
  • ডাক্তার (এমবিবিএস বা ডেন্টাল)
  • ইঞ্জিনিয়ার
  • ফার্মাসিস্ট
  • বিজ্ঞানী
  • তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ
এছাড়া এই বিভাগে আপনি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান নিয়ে পড়তে পারবেন। যারা কঠিন বিষয় বুঝতে পারে, নিয়মিত পড়তে পারে এবং অঙ্কে ভালো তাদের জন্য সাইন্স ভালো। তবে এখানে চাপ একটু বেশি থাকে। এখানে বলা যায় যে কারো যদি লক্ষ্য হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া তাহলে আপনাকে সাইন্স নিয়ে পড়তে হবে।

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায় এই প্রশ্নের উত্তর সহজভাবে বলা যায়। এর মাধ‍্যমে আপনি সমাজভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ পেশায় যেতে পারেন। এই বিভাগে সাধারণত ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইসলাম শিক্ষা ইত্যাদি বিষয় থাকে। এই বিষয়গুলো পড়ে আপনি যেসব পেশায় যেতে পারেনঃ
  • শিক্ষক
  • আইনজীবী
  • বিসিএস ক্যাডার
  • সাংবাদিক
  • এনজিও কর্মকর্তা
এছাড়াও আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমাজবিজ্ঞান, বাংলা, ইংরেজি বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন। যারা মুখস্থ করতে পারে, লেখালেখিতে ভালো, মানুষকে বোঝাতে পছন্দ করে তাদের জন্য এই বিভাগটি সহজ ও সেরা। তাই আপনি যদি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসেন, তাহলে এই বিভাগ আপনার জন্য ভালো হতে পারে। 

আর্টস পড়ার সুবিধা

আর্টস পড়ার সুবিধা অনেক। কারণ এই বিভাগে পড়াশোনা তুলনামূলক সহজ এবং গাইডলাইন পরিষ্কার থাকে। এখানে অঙ্ক বা কঠিন বিজ্ঞানের পড়ার কোনো চাপ নেই, ফলে মানসিক চাপ কম হয়। এই বিভাগে যারা পড়াশোনা করে তারা বিভিন্ন একাডেমিক পরীক্ষায় ভালো করতে পারে। যেমনঃ
  • বিসিএস
  • শিক্ষক নিবন্ধন
  • ব্যাংক জব
  • বিভিন্ন সরকারি চাকরি
এই বিভাগে পড়াশোনা করলে লেখালেখির দক্ষতা বাড়ে। এছাড়া সাংবাদিকতা, প্রশাসন ও শিক্ষা পেশায় যাওয়ার পথ অনেক সহজ হয়। সবচেয়ে ভালো দিক হলো এই বিভাগে মেয়েরা খুব ভালো করে এবং পরিবার সামলে পড়াশোনা করা যায়। তাই আর্টসে পড়ে সহজেই ভালো চাকরি পাওয়া যায়। 

সাইন্স পড়ার সুবিধা

সাইন্স পড়ার সুবিধা অনেক বেশি যদি আপনি নিয়মিত পড়াশোনা করতে পারেন। এই বিভাগে যারা পড়াশোনা করে তাদের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কিংবা আইটি এক্সপার্ট হওয়ার সুযোগ থাকে। এই বিভাগের প্রধান সুবিধাগুলো হলোঃ
সাইন্স-ভালো-না-আর্টস-ভালো
  • মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া যায়।
  • তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর চাকরিতে অগ্রাধিকার মেলে।
  • দেশের বাইরে উচ্চশিক্ষার অনেক স্কলারশিপ পাওয়া যায়।
  • গবেষণামূলক কাজ করার সুযোগ থাকে।
এছাড়া সাইন্সে পড়লে পরবর্তীতে আর্টস ও কমার্স দুই দিকেই যাওয়া যায়। কিন্তু আর্টস বা কমার্সে থাকলে সাইন্সে আসা সম্ভব নয়। তাই যাদের লক্ষ্য বড়, তারা সাধারণত সাইন্সে পড়তে চায়। এই সুবিধাগুলোর জন্য অনেকেই ভাবে সাইন্স ভালো এবং এটি সবচেয়ে দামি সাবজেক্ট। তবে আর্টসের মূল‍্যও রয়েছে। এ নিয়ে এই পোস্টে জানব।

সাইন্স ও আর্টসের পড়ালেখার ধরন

সাইন্স ও আর্টসের পড়ালেখার ধরন আলাদা হওয়ায় অনেকেই চিন্তায় পড়ে যে কোনটি বেছে নেওয়া যায়। সাইন্সে মূলত গাণিতিক ও পরীক্ষামূলক পড়া হয় আর আর্টসে থিওরি বা ব্যাখ্যামূলক বিষয় বেশি থাকে। সাইন্সে প্রতিদিন নিয়মিত ক্লাস, প্র্যাকটিক্যাল আর রিভিশন দেওয়ার দরকার হয়। অন্যদিকে আর্টসে বিষয়গুলো সহজে মুখস্থ করা যায় এবং লেখার মাধ্যমে সহজেই বুঝানো যায়। 
  • আর্টসের বিষয়গুলোর ধরনঃ
    • ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান
    • বিশ্লেষণ ও ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন
    • তুলনামূলক চাপ কম
  • সাইন্সের বিষয়গুলোর ধরনঃ
    • পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান
    • অঙ্ক ও প্র্যাকটিক্যাল
    • চাপ কিছুটা বেশি
এই দুইটি বিষয় সম্পর্কে জানলে সহজেই বলা যায় কোন সাবজেক্ট বেছে নেওয়া ভালো হবে। সাইন্স ও আর্টস দুইটিই ভালো সাবজেক্ট। আপনার আগ্রহ ও স্বপ্নের উপর নির্ভর করবে আপনি কোন বিষয়টি বেছে নিবেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানব। 

কোন বিষয়ে চাকরির সুযোগ বেশি

সাইন্স ভালো না আর্টস ভালো এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন আসে কোন বিভাগের চাকরি বেশি ভালো। আসলে বলতে গেলে দুটি বিভাগের চাকরিই ভালো। তবে এ ক্ষেত্রে কিছু বিষয় আছে যা আমাদের জানা দরকার। নিচে এ সম্পর্কে বিস্তারিত দেওয়া হলোঃ 
  • সাইন্সে পড়লে আপনি হতে পারবেনঃ
    • ডাক্তার
    • ইঞ্জিনিয়ার
    • সফটওয়্যার ডেভেলপার
    • বিজ্ঞানী
  • আর্টসে পড়লে হতে পারবেনঃ
    • শিক্ষক
    • বিসিএস কর্মকর্তা
    • সাংবাদিক
    • আইনজীবী
যেখানে সাইন্সে চাকরি তুলনামূলক বেশি বেতনের হয় সেখানে আর্টসেও প্রশাসনিক ও সামাজিক পেশায় সম্মান ও স্থায়িত্ব বেশি থাকে। তাই চাকরির সুযোগ যেদিকেই বেশি হোক, সেটি আপনার আগ্রহ ও দক্ষতার উপর নির্ভর করে। তবে সাইন্স পড়ে আর্টসের কিছু চাকরিও পাওয়া সম্ভব। 

ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরিতে সেরা বিভাগের

সাইন্স ভালো না আর্টস ভালো এটি বিবেচনা করে আপনি একটি ভালো সাবজেক্ট বেছে নিতে পারবেন। আপনি যদি এই সাবজেক্টের উপরে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার ভবিষ্যত অনেক সুন্দর হবে। আপনি ভালো ভালো চাকরি পেতে পারেন। কিন্তু ভবিষ্যতের ক‍্যারিয়ার তৈরিতে কোন বিভাগটি সেরা? নিচে এ সম্পর্কে দেওয়া হলোঃ
  • সাইন্স পড়লে হতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বা আইটি বিশেষজ্ঞ
  • আর্টস পড়লে হতে পারেন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক বা আইনজীবী
সাইন্সভিত্তিক চাকরির বেতন তুলনামূলক বেশি। তবে এর প্রতিযোগিতাও অনেক বেশি। আর্টসে সামাজিক মর্যাদাসম্পন্ন চাকরির সুযোগ আছে এবং এর তুলনামূলক পড়ার চাপ কম। তাই আপনি যদি নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করে এগোতে চান তবে আপনার বুঝে শুনে সাবজেক্ট নির্বাচন করা উচিৎ।

আর্টস ও সাইন্সে উচ্চশিক্ষার সুযোগ

আর্টস ও সাইন্সে উচ্চশিক্ষার সুযোগ দুই বিভাগেই রয়েছে। সাইন্সে গবেষণামূলক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার সুবিধা বেশি। আর আর্টসে সামাজিক বিষয়ক বিভিন্ন উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। তবে এদের উচ্চশিক্ষা ভিন্ন ভিন্ন। নিচে এ সম্পর্কে দেওয়া হলোঃ 
  • সাইন্সে উচ্চশিক্ষার কিছু সুযোগঃ
    • মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং
    • কম্পিউটার সায়েন্স ও আইটি
    • পরিবেশ বিজ্ঞান ও ফার্মেসি
  • আর্টসে উচ্চশিক্ষার সুযোগঃ
    • ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি
    • আইন, সাংবাদিকতা ও জনসংযোগ
    • ইংরেজি, বাংলা ও সমাজবিজ্ঞান
যারা উচ্চশিক্ষা করতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী বিভাগ বেছে নেওয়া। এক্ষেত্রে সঠিক নির্বাচন করলেই ভবিষ্যৎ ভালো হয়। আপনি দুই সাবজেক্টেই উচ্চশিক্ষা পাবেন। কিন্তু আপনি কোনটা বেছে নিবেন সেটা সম্পূর্ণ আপনার উপর। 

কোন বিভাগ কাদের জন্য উপযোগী

আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বিভাগ কাদের জন‍্য উপযোগি। এখন আপনি যদি সাইন্সের চাপ নিতে না পারেন তাহলে আপনার সাইন্স নেওয়ার দরকার নেই। সাইন্স ভালো না আর্টস ভালো এটা সম্পূর্ণ আপনার ভাবনার উপর। তবে এ ক্ষেত্রে কিছু বিষয় নিচে দেওয়া হলোঃ
সাইন্স-ভালো-না-আর্টস-ভালো
  • যাদের গণিতে আগ্রহ ও নিয়মিত পড়তে ভালো লাগে তাদের জন্য উপযোগীঃ
    • সাইন্স
    • গবেষণা
    • প্রযুক্তি
  • যাদের লিখতে ভালো লাগে বা ইতিহাস-ভিত্তিক বিষয় ভালো লাগে তাদের জন্য উপযোগীঃ
    • আর্টস
    • ভাষা
    • সমাজবিজ্ঞান
তবে কেউ যদি জোর করে সাইন্সে পড়ে কিন্তু তার এ বিষয়ে আগ্রহ না থাকে তাহলে এর ফলাফল ভালো হবে না। তাই আপনি কী চান, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ইচ্ছা ও আগ্রহের উপর নির্ভর করে আপনার সাইন্স বা আর্টস যেকোনো সাবজেক্ট বেছে নেওয়া দরকার। 

পরিশেষে আমার মতামত

সাইন্স ভালো না আর্টস ভালো এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ এই দুইটি বিভাগই আলাদা বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে এবং দুটিরই গুরুত্ব অনেক। সাইন্স আমাদের প্রযুক্তি, চিকিৎসা ও আধুনিক জীবনের উন্নতিতে সাহায্য করে। অন্যদিকে, আর্টস আমাদের চিন্তা, সংস্কৃতি, নৈতিকতা ও সমাজ সম্পর্কে বোঝায় সহায়ক হয়।

আমার মতে, একজন শিক্ষার্থীকে তার আগ্রহ, স্বপ্ন ও দক্ষতা অনুযায়ী বিভাগ নির্বাচন করা উচিত। শুধুমাত্র চাকরির বাজার দেখে না দেখে, নিজের ভালো লাগা ও ভবিষ্যতের লক্ষ্যকে গুরুত্ব দেওয়া দরকার। কেউ যদি বিজ্ঞান ভালোবাসে তহলে তার জন্য সাইন্স-ই সেরা। আবার কারও যদি মানবিক বিষয়ে আগ্রহ থাকে তাহলে আর্টসই সঠিক পথ।

তাই আমরা আর্টস বা সাইন্স কোনটা ভালো, এই নিয়ে তর্ক না করে বরং বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে যে কোনটি আমাদের জন‍্য ঠিক থাকবে। আপনি যদি আপনার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে না পড়াশোনা করতে পারেন তাহলে আপনার রেজাল্ট ভালো নাও হতে পারে। তাই একটু বিবেচনা করে বুঝার চেষ্টা করুন যে কোনটি আপনার জন‍্য ভালো হবে।

এখন আপনার পছন্দ একটি আপনি বেছে নিলেন আরেকটি তাহলে আপনার রেজাল্ট খারাপ হতে পারে। আমার মতে, দুইটি বিষয়ই ভালো। আপনি কোন বিষয়টি বেছে নিবেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। সঠিক বিষয় বেছে নিতে আমাদের পক্ষ থেকে আপনার জন‍্য শুভেচ্ছা। [250412]














এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url